উচ্চ মাধ্যমিক ২০২৫ : পরীক্ষা প্রস্তুতি নিয়ে আসানসোলে মহকুমাশাসকের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক.
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরু আগামী ৩ মার্চ। এই পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। পশ্চিম বর্ধমান জেলায় মোট ভেনু বা পরীক্ষা কেন্দ্র হলো ৮৫ টি। যার মধ্যে আসানসোল মহকুমায় পরীক্ষা কেন্দ্র হলো ৫২। দুর্গাপুরে কেন্দ্রের সংখ্যা ৩৩ টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৮৭৫ জন। আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৯৫০ জন। মাধ্যমিকের মতো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ের কনফারেন্স হলে একটি প্রস্তুতি বৈঠক হয়।




সেই বৈঠকে ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও সব সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরে এডিআই , বিডিও, পুলিশ, দমকল , বন, ডাব্লুবিএসইসিএল, স্বাস্থ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসানসোল মহকুমার আহ্বায়ক এবং জয়েন্ট আহ্বায়ক উপস্থিত ছিলেন।মহকুমাশাসক (সদর) বলেন, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের উপস্থিতিতে জেলার পর্যালোচনা বা প্রস্তুতি বৈঠক হয়েছে। এদিন মহকুমা স্তরে সেই বৈঠক করা হলো। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজ্য সরকার ও সংসদের নির্দেশ মতো পুলিশ, বন, দমকল, বিদ্যুত ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাজ করতে বলা হয়েছে। ব্লকে বিডিওদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল টিম রাখা থাকবে। প্রয়োজন হলে পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হবে।