PANDESWAR-ANDAL

হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল পুলিশ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : গ্রাহকদের হারিয়ে যাওয়া মোবাইল সাথে সাইবার প্রতারিতদের টাকা উদ্ধার করে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । বৃহস্পতিবার থানা সংলগ্ন একটি অনুষ্ঠান হলে ৫৬ টি মোবাইল ও সাইবার প্রতারনায় উদ্ধার হওয়া ৩,২২,৪৩৮ টাকা ফেরত দেওয়া হয় ১৬ জনকে ।



এদিন “ফিরে পাওয়া” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার আধিকারিক মানব মন্ডল, এস আই সঞ্জয় ঘোষ, পাণ্ডবেশ্বর সাব ট্রাফিক ওসি বিশ্বজিৎ কুণ্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা । থানার পক্ষ থেকে জানানো হয় সাম্প্রতিককালে বেশ কিছু গ্রাহকের মোবাইল হারানোর ঘটনা ঘটে । অভিযোগ দায়ের হয় থানাতে । তদন্তে নেমে পুলিশ ৫৬ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে । সেই সাথে কয়েকটি সাইবার প্রতারণার অভিযোগও সামনে আসে । পুলিশের সাইবার সেলের তৎপরতাই উদ্ধার হয় ৩,২২,৪৩৮ টাকা । সেই টাকা ফিরিয়ে দেওয়া হয় ১৬ জন প্রতারিতের হাতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *