পানীয় জল না পাওয়ায় ক্ষোভ, পিএইচই দপ্তরে তালা ঝোলালো বাসিন্দারা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : সরকারি কলে জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ পিএইচই দপ্তরে ঝুলালো তালা । যার ফলে সংশ্লিষ্ট এলাকায় বিঘ্ন ঘটে জল সরবরাহে । প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে । মঙ্গলবার লাউদোহা থানার রাঙ্গামাটি গ্রামের ঘটনা ।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের রাঙ্গামাটি গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পিএইচই) কলের পাইপলাইন থাকলেও প্রায় সময় তাতে জল আসে না বলে অভিযোগ । দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা ।




বছরখানেক আগে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ বাসিন্দাদের । মঙ্গলবার সকালে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ মাধাইগঞ্জ মোড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় । যার ফলে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই লাউদোহা থানার পুলিশ । প্রশাসনের মধ্যস্থতাই বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা দপ্তরের তালা খুলে দেন । বাসিন্দা শেখ ইসমাইল, সোফিয়া বিবিরা বলেন রমজান মাস চলছে এই সময় জল না পাওয়ায় সমস্যাই রয়েছেন তারা ।
তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বলেন রাঙ্গামাটি গ্রামে পিএইচই এর “জল স্বপ্ন” প্রকল্পে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ প্রায় শেষের মুখে । অসমাপ্ত কাজ শীঘ্রই শেষ হবে বলে জানান তিনি । দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল বলেন পিএইচই দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে । আশা করি শীঘ্রই ঐ এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হবে । আপাতত প্রতিদিন দু,ট্যাংকার করে পানীয় জল ওই গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ।