BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত্যু এক ট্রাক্টর চালকের

বেঙ্গল মিরর, কাজল মিত্র : ট্রাক্টারে করে মাটি নিয়ে যাওয়ার সময় হাই টেনসনের পোলে ধাক্কা মেরে মর্মান্তিক মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটে রূপনারায়ণপুর থেকে গৌরান্ডী যাওয়ার প্রধান রাস্তার বাদরাডি মোড় সংলগ্ন এক ক্রেসার ঝাড়াই মেশিনের সামনে । মৃত চালকের নাম সঞ্জয় বাউরী (২০)। তার বাড়ি বারাবনি ব্লকের ছোটকর গ্রামে।

জানা যায় যে সালানপুর ব্লকের অন্তর্গত জিতপুর-উত্তররামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কীর্তনশোলা এলাকায় সরকারি প্রকল্পের মাধ্যমে একটি পুকুর কাটানোর কাজ চলছিল । আর ওই পুকুরের মাটি ট্রাক্টরে চাপিয়ে স্থানীয় এক ফাঁকা জমিতে ফেলা হচ্ছিল। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সঞ্জয় ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি
বেসামাল হয়ে ক্রেসার মেশিনের পাশে থাকা হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎবাহী তার সহ কংক্রিটের খুঁটি ভেঙে পড়ে ওই ট্র্যাক্টারের উপর। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান ঘটনাস্থলেই সঞ্জয়ের মৃত্যু হয়েছে । ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্য কর্মীরা। জানা গেছে ছোটকরের নৃপেন বাউরির পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে সঞ্জয়। বিবাহিত সঞ্জয়ের একটি শিশুকন্যা আছে। স্থানীয় মানুষজন বাদরাডি মোেড় অঞ্চলে জমায়েত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *