আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বোর্ড মিটিং
পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও চেয়ারম্যানের উপস্থিতিতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বোর্ড মিটিং বুধবার হলো। আসানসোল কার্যালয়ের কনফারেন্স হলে হওয়া এদিনের এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের চেয়ারম্যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সহ বোর্ডের সকল মেম্বারগণ। সংস্থার এদিনের বোর্ড মিটিংয়ে মূলতঃ মাইন্স বোর্ডের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।




এ বিষয়ে চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের আওতাধীন সব এলাকা নতুনরূপে গড়ে তোলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও সংস্থার যেসব সম্পত্তি আছে, তা কি ভাবে ব্যবহার করা যায়, তার চিন্তা ভাবনা চলছে। তিনি আরো বলেন, মাইন্স বোর্ডকে আরো আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে হবে। তারজন্য কি করা যায়, তাও আলোচনা করা হচ্ছে।