BARABANI-SALANPUR-CHITTARANJAN

Paschim Barddhaman : ব্লকে প্রাইমারি স্কুল ও আইসিডিএস পরিদর্শনে জেলাশাসক, খেলেন মিড ডে মিল

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা ফ্রি প্রাইমারি স্কুল বুধবার পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। এদিন তিনি স্কুলের পাশাপাশি সামনেই থাকা একটি আইসিডিএস সেন্টারও পরিদর্শন করেন। জেলাশাসক স্কুলের মিড ডে মিল খাবার নিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথাও বলেন। তিনি মিড ডে মিলের খাবার নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ও নিজেও সেই খাবার খান।


        তার সঙ্গে ছিলেন ডিপিআরডিও ডাঃ অনিমেষ কান্তি মান্না, বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও শিলাদিত্য ভটচাজ, ব্লক স্কুল পরিদর্শক অক্ষয় ভট্টাচার্য ও কাশিডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক পীযূষ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *