দূষিত জল খাওয়ানোর অভিযোগ, পুলিশ গাড়ি আটকেই বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :: বৃহস্পতিবার সকালে জামুরিয়ার বাইপাস রোড এলাকায় রোজার সময় দূষিত জল খাওয়ানো হচ্ছে এই অভিযোগ তুলে এবার পুলিশ প্রশাসনের গাড়ি আটকেই বিক্ষোভ দেখালো জামুড়িয়ার বাইপাস রোড এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে তাদের এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাইপাস যাওয়ার রাস্তা। দেখা যায় অন্যান্য যানবাহনের সাথেই পুলিশ প্রশাসনের গাড়ি কেউ আটকে রাখে তারা। এ বিষয়ে পুলিশ প্রশাসন স্থানীয় এলাকার এক নম্বর বরো দপ্তরের চেয়ারম্যান শেখ শানদার কে ডাকলে তিনি ঘটনা প্রসঙ্গে জানার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকার বিক্ষোভকারী মানুষজনদের কাছে এ বিষয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন বলে দাবি করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।




এদিন বিক্ষোভকারীরা দাবি করে দিনভর রোজা রেখে সন্ধ্যের সময় যখন তারা পানীয় জল পান করেন তখন সেই জল পরিশুদ্ধ না হওয়ায় সেই নোংরা জল পান করার ফলে তাদের শরীর খারাপ হয়ে যায় এর জেরে তারা চরম দুর্ভোগে পড়েছেন। এমনকি এই জল পান করে বেশ কিছু জন অসুস্থ হয়েছে বলে দাবি তাদের। এ বিষয়ে যদিও চেয়ারম্যান এই অভিযোগের কথা মেনে নিয়েছেন তিনি দাবি করেন যেখান থেকে এই পানীয় জল সরবরাহ করা হচ্ছে সেখানে জলের মধ্যে বাইরের কোন খনির জল গিয়ে পড়ায় এ ধরনের দূষিত জল এসে থাকার সম্ভাবনা রয়েছে তবে সে বিষয়টিকে যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন। এদিন বিক্ষোভকারীরা চেয়ারম্যানের আশ্বাসে তাদের বিক্ষোভ তুলে নেয়।