আসানসোল ইএসআই হাসপাতালে রোগীদেরকে ফল ও খাবার বিলি মহিলা উদ্যোগের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার মহিলা উদ্যোগের পক্ষ থেকে আসানসোলের ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন মহিলা রোগীদের মধ্যে ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সংগঠনের নেত্রী সুদেষ্ণা ঘটক ছাড়া মহিলা উদ্যোগের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।




সাংবাদিকদেরকে এই প্রসঙ্গে সুদেষ্ণা ঘটক বলেন, এদিন আন্তর্জাতিক নারী দিবস। এটা প্রতিটি মহিলার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ দিন। নারী কর্মীদের সমান বেতন ও মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে মর্যাদার সঙ্গে কাজ করার স্বাধীনতার দাবি নিয়ে এই দিনটি উদযাপন শুরু হয়েছিলো। তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য একটি দিন চিহ্নিত করা ঠিক নয়। তবে আজকের দিনেট গুরুত্ব অস্বীকার করা যায় না, তাই এদিন এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সংগঠনের তরফে।