আসানসোল জেলা হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুষ্ঠান
পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক বা এডিএম (জেনারেল) সঞ্জয় পাল ও আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস।




অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত সমস্ত আধিকারিক এবং আসানসোল জেলা হাসপাতালের সমস্ত ডাক্তার এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসানসোল জেলা হাসপাতালে জেলা প্রশাসনের সহায়তায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে নারী ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।