DURGAPUR

মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগ , দোকানে তালা পুলিশের, আটক হোটেল ব্যবসায়ী.

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur Latest News ) দুর্গাপুর থানার বেনাচিতির একটি হোটেলে পুলিশের হানা। বাজেয়াপ্ত করা হলো মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিংকস বা ঠান্ডা পানীয় ও প্যাকেটজাত খাবার। দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীকে আটক করলো দুর্গাপুর থানার পুলিশ। দোলের ঠিক আগের দিন বৃহস্পতিবারের এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বেনাচিতির এই হোটেলে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিংকস বা ঠান্ডা পানীয় সহ নানান প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সেই অভিযোগ তাদের কাছে পৌঁছাতেই হানা দেওয়া হয় ঐ হোটেলে। ফ্রিজের ভেতর ছিল মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিংকস ও প্যাকেটজাত খাবার। তৎক্ষণাৎ সেগুলি বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে সঙ্গে ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীকে আটক করে পুলিশ।


শিপ্রা মুখোপাধ্যায় নামের এক মহিলা এদিন  অভিযোগ করে বলেন , বেনাচিতির এই হোটেল থেকে ছেলে কোল্ড ড্রিংকস কিনেছিল। খাওয়ার পর সন্দেহ হয়। তারপরেই তাতে তারিখ দেখে বুঝতে পারি সেটা মেয়াদ উত্তীর্ণ। আমরা তৎক্ষণাৎ দুর্গাপুর থানার পুলিশকে খবর দিই। সেই খবর পেয়ে হোটেলে পুলিশ এসেছিল। একজনকে আটক করেছে পুলিশ।  কোল্ড ড্রিংকসও বাজেয়াপ্ত করা হয়েছে । তবে এইভাবে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে তাতে আমরা আতঙ্কিত।


অন্যদিকে, হোটেল ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারী দাবি করেন , কোল্ড ড্রিংকসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সেগুলো যে কোম্পানির, তাদের তা ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা তা নিয়ে যায়নি। তা হোটেলে ছিলো। অন্য এক কর্মী সেগুলো ভুল করে ফ্রিজে ঢুকিয়ে রাখে।
এদিকে, পুলিশ জানায়, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। হোটেলে তালা লাগানো হয়েছে। ব্যবসায়ীকে আটক করে জেরা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *