দোলের দিন রং পরিবর্তন পাণ্ডবেশ্বরে
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ দোলের দিন রং পরিবর্তন হলো পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর বিধানসভায়।
পাণ্ডবেশ্বর বিধানসভার আরএসপির প্রাক্তন লোকাল কমিটির সম্পাদক দীনেশ যাদব সহ প্রায় ৫০ জন কর্মী সমর্থক নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার হোলি মিলন সমারোহের মঞ্চে এই যোগদান হয়। দীনেশ যাদবদের হাতে দলের পতাকা তুলে দেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।




এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, দীনেশ যাদবরা জামবাদ কোলিয়ারিতে আরএসপি করতেন। এদিন দোল উপলক্ষে হোলি মিলন সমারোহে এসেছিলেন। আমি তাদেরকে বলি কেন বাইরে আছেন? চলে আসুন আমাদের সঙ্গে? আমার কথা শুনে তারা এদিন তৃনমুল কংগ্রেসে যোগদান করেন।