শিশুর জন্ম প্রমাণপত্রের আবেদন করে ধরা পরল নকল বাবা-মা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : শিশু পুত্রের জন্ম প্রমাণপত্রের আবেদন করেছিলেন এক দম্পতি । অসংগতি ধরা পড়ে তথ্য যাচাইয়ে । তদন্তের পর গ্রেপ্তার করা হয় ওই দম্পতিকে । জানা যায় শিশু পুত্রটি তাদের নয় । গ্রেফতারের পর নকল বাবা মাকে শনিবার পেশ করা হয় আদালতে ।
নকল সিভিক ভলেন্টিয়ার, নকল জিএসটি আধিকারিক, নকল সিবিআই এর পর এবার ধরা পড়ল নকল বাবা-মা । অন্ডালের ঘটনা ।




সূত্র মারফত জানা গেছে কয়েকদিন আগে কিশোর বালা ও পর্নবালা নামে এক দম্পতি তাদের এক বছর সাত মাসের শিশু পুত্রের জন্ম প্রমাণপত্র পাওয়ার জন্য অন্ডাল বিডিও অফিসে আবেদন করেন । প্রমাণপত্র হিসাবে ওই দম্পতি যে সকল কাগজপত্র জমা দিয়েছিল তাতে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে আধিকারিকের । জানা যায় শিশুটির জন্মগ্রহণ করে অন্ডালের একটি বেসরকারি নার্সিংহোমে, দম্পতির বাড়ি নদীয়া জেলার মিলন নগর এলাকায় । অথচ রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া হয় বহুলা পঞ্চায়েতের । তথ্যে অসঙ্গতি ধরা পড়াই বিডিও অফিস থেকে অন্ডাল থানার পুলিশকে তদন্ত করার আর্জি জানানো হয় ।
শুক্রবার শিশু পুত্রসহ ওই দম্পতিকে জেরা করা হয় থানাতে । পুলিশ সূত্রে জানা যায় তদন্তে প্রমাণ মিলেছে শিশু পুত্রটি তাদের নয় । আসলে ওই দম্পতি নকল বাবা-মা । এরপরই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ । জানা যায় ধৃত কিশোর বালা ও পর্ন বালা আসলে নদীয়া জেলার বাসিন্দা । আসানসোল স্টেশন সংলগ্ন কোন এলাকা থেকে ঐ শিশু পুত্রটিকে সম্ভবত কোন অভাবই বাবা-মায়ের কাছ থেকে পাই । এরপর ভূয়ো কাগজ পত্র জমা দিয়ে শিশুটির বার্থ (জন্ম) সার্টিফিকেটের আবেদন জানাই ওই দম্পতি । কোন দালালচক্র এর পেছনে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের ।
শনিবার ধৃত কিশোর বালা ও পর্ণ বালাকে পুলিশ পেশ করে দুর্গাপুর মহাকুমা আদালতে । এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।