আসানসোলে আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, ধৃত এক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর থানার অন্তর্গত পাঁচগাছিয়ার কদমধাওড়ায় এক আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে অভিযুক্ত যুবকেরা তাড়া করে ঐ নাবালিকাকে ধরে ও যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরে নাবালিকার বাবা দুজনের নামে অভিযোগ দায়ের করেন আসানসোল উত্তর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে জগন্নাথ রুইদাসকে পরে গ্রেফতার করে পুলিশ। ধৃতর বিরুদ্ধে পুলিশ বিএনএস ও পকসো আইনের একাধিক ধারায় মামলা করে।




নাবালিকার বাবা লিখিত ভাবে পুলিশকে জানান, শুক্রবার তিনটে নাগাদ ১৩ বছরের মেয়ে বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে গেছিলো। তখন জগন্নাথ রুইদাস ও বাপি রায়ের সঙ্গে আরো দুজন যুবক ঐ মাঠে বসে মদ খাচ্ছিলো। মেয়ে মৌমাছির ভয়ে দৌড়ে বসে পড়ে। তখন বাপি ও জগন্নাথ তাকে ধরতে আসে। মেয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূরে মেয়েকে তারা ফেলে ও নানা ভাবে যৌন হেনস্তা করেছ। সেই সময় এক ব্যক্তি চলে আসায়, মেয়ে বেঁচে যায়। পরে সে বাড়ি এসে আমাকে গোটা ঘটনাটি বলে।
শনিবার ধৃতকে আসানসোল আদালতে পাঠায় পুলিশ। অন্য অভিযুক্ত বাপি রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সে এলাকা ছাড়া বলে জানা গেছে।
এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, ঐ ঘটনার পরে খবর পেয়ে পুলিশ এলাকায় যায়। পরে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে হেফাজতে নিয়ে ফেরার অন্য যুবকের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। পাশাপাশি ঠিক কি ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।
এদিকে, এই ঘটনার পর আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে করা হবে বলে জানিয়েছে আদিবাসী নেতা মোতিলাল সোরেন।