আসানসোলে ঝুপড়ি ঘরে আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডে আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের পুকুরের কাছে একটি ঝুপড়ি ঘরে শনিবার হোলির সকালে আগুন লাগার ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা তা জানান ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায়কে। তিনি আসানসোলের দমকল বিভাগকে খবর দেন। সেই মতো দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছুক্ষনের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ঝুপড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।




এই বিষয়ে আসানসোল দমকল বিভাগের সাব অফিসার তাপস ঘোষ বলেন, এদিন সকালে আসানসোল পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডে একটি ঝুপড়ি ঘরে আগুন লাগে। আগুন আরও তীব্র হওয়ার আগেই স্থানীয় কাউন্সিলর আমাদেরকে খবর দেন। আমরা দ্রুত দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, এই ঘরে কিভাবে আগুন লাগল তা তদন্তের বিষয়। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, শট সার্কিটের কারণে আগুন লেগেছে।
৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায় বলেন, এই ঝুপড়ি বাড়িটি পুকুরের নিরাপত্তারক্ষীর। তিনি পুকুরের দেখাশোনা করেন। এই বাড়িতে আগুন লাগার ঘটনাটি শর্ট সার্কিটের কারণে ঘটেছে মনে হচ্ছে। আগুনে কেউ আহত হয়নি। তবে মাছের জন্য দেওয়া খাবার এই ঘরের মধ্যে রাখাছিলো। সেইসব কিছু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, বড় কোনও ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, আসানসোল দমকল বিভাগকে খবর দেওয়া মাত্র ১০ মিনিটের মধ্যে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।