খালি বালতি হাতে, জলের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- কুলটির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা।তারাই প্রতিবাদে বালতি হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোলের পৌরনিগমের ৭০ নম্বর ওয়ার্ডের কুলটির ১২ নম্বর লোকো লাইন এলাকার স্থানীয়রা।মঙ্গলবার মহিলা ও পুরুষেরা একজোট হয়ে পথে নেমে বিক্ষোভ দেখায়।স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।কাউন্সিলরকে বলেও কোনো সুরাহা হয়নি।




তাদের আরও অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেছেন এই এলাকায় ভোট পায়নি বলে জল দেবে না। তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর পৌচ্ছায়।যদিও ভোট পায়নি বলে জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর।