ASANSOL

বালির অবৈধ কারবার বন্ধের দাবিতে পথ অবরোধ, হামলা, আহত মহিলা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : এ যেন ক্রমাগতই নদী বাঁচাও কমিটির সঙ্গে বালি বাঁচাও কমিটির চলছে লড়াই,খন্ড যুদ্ধ। আর তা নিয়ে বারংবার উত্তপ্ত হচ্ছে জামুড়িয়ার অজয় নদ সংলগ্ন এলাকার গ্রামগুলি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে যে অবৈধভাবে নদ-নদী গুলি থেকে বালি চুরি বন্ধ করতে হবে, কিন্তু সে নির্দেশিকা যেন কোনক্রমেই মানা হচ্ছে না, যা বারংবার ঘটা এই ঘটনায় আরো একবার প্রমাণিত হলো। জানা গেছে অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের অভিযোগ এর আগেই উঠেছে, আর তারপর সেই বালি উত্তোলনের পর, তা বড় বড় গাড়িতে করে বোঝাই করে, গ্রামের সব জনবহুল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে এক দিকে গ্রামের রাস্তাঘাট হয়ে যাচ্ছে বেহাল,আর তার সাথেই যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। বহু ক্ষেত্রে দুর্ঘটনার ঘটনাও লক্ষ্য করা গেছে, জামুড়িয়ার অজয় নদ সংলগ্ন বিভিন্ন এলাকায়। এ সকল বিষয় কে নিয়েই বালির অবৈধ কারবার বন্ধের দাবিতে, বুধবার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়া এলাকার মহিলারা। বুধবার তারা পথ অবরোধ করে বালি ভর্তি বেশ কিছু যানবাহন কে রাস্তায় আটকে দেয়।

তারা দাবি করে অজয় নদ বাঁচানো ও এলাকা রাস্তাঘাট চলাচলযোগ্য করার দাবিতে, তারা একটি কমিটি গঠন করে, এই অন্যায় কাজের বিরোধ করছেন। এই দাবিতে যখন তারা প্রতিরোধ আন্দোলন শুরু করে, অভিযোগ সে সময়ই এই বালি পরিবহন করা সদস্যদেরই বেশ কয়েকজন, এই বিরোধকারীদের হাটিয়ে দিতে গিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করার সাথেই, মারধর করে। এই ঘটনায় মেনকা গোপ নামের এক মহিলা গুরুতর ভাবে আহত হয়। ঘটনার পরপরই আহত ওই মহিলাকে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় ও চোখে আঘাত লাগা বিষয়টি লক্ষ্য করা যায়। জানা গেছে ওই মহিলার আঘাত গুরুতর হওয়াই তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত ওই মহিলা নিজের বক্তব্যে, দাবি করেছেন, যে তারা যখন অজয় নদ থেকে বালি পরিবহনকারী বড় বড় গাড়ি গুলিকে গ্রাম দিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধিতা করেন, তখনই তার ওপর একদল এই বা নয়ন গোপ কে পুলিশ উত্তেজনাময় পরিস্থিতির বিষয় লক্ষ্য করে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *