ASANSOL

আসানসোলে সংরক্ষিত বন্যপ্রাণী নিয়ে সচেতনতা শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) বন্যপ্রাণী বা তাদের অঙ্গপ্রত্যঙ্গ পাচার রোধে বৃহস্পতিবার আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ড লাগোয়া হটন রোড মোড় সংলগ্ন এলাকায় বন দপ্তর এবং পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ যৌথভাবে একটি আইনী সচেতনতা শিবিরের মাধ্যমে প্রচারাভিযান চালায়। এই প্রচার মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হয় যে কোন প্রাণী বা বন্য প্রাণী ও পাখি সংরক্ষিত। এগুলো ধরে রাখা বা ব্যবসা করা আইনত অপরাধ।


আইনি সহায়তা পরিষেবা বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব আম্রপালী চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, বন্য প্রাণী ও পাখির পাচার বা তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ পাচার বন্ধ করার জন্য এই অভিযান চালানো হচ্ছে। আগামী ২২ মার্চ বন দিবস পালিত হবে। তাই তার আগে এই প্রচার অভিযান চালানো হচ্ছে। আসানসোল ও দূর্গাপুরে এই অভিযান হবে। যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়।

তিনি আরো বলেন, প্রায়শই মানুষেরা নিজেদের অজান্তেই সংরক্ষিত কিছু প্রাণীকে গৃহে পালিত করে। মানুষদেরকে এই ধরনের সংরক্ষিত প্রাণী সম্পর্কে অবহিত করা হয়েছে। এর পাশাপাশি গাছ কাটা রোধ করার বিষয়েও সচেতন করা হয়েছিল। খুব কম লোকই জানেন যে কেবল বনে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা নেই। বরং বনাঞ্চল নয়, এমন এলাকায় গাছ কাটার উপরও নিষেধাজ্ঞা রয়েছে। যদি জরুরি প্রয়োজনে কোথাও কোন ধরনের গাছ কাটতে হয়, তবে এর জন্য বন দপ্তর বা অফিস থেকে অনুমতি নিতে হয়। তা না হলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *