ASANSOL-BURNPUR

করোনা পরিস্থিতিতে আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন ও স্যানিটাইজ করার কাজ খতিয়ে দেখলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি

বেঙ্গল মিরর, আসানসোল, ১৬ ই এপ্রিল ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত
করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমানের আসানসোলের মানুষকেও। এই পরিস্থিতিতে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি গতকাল বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন করতে আসেন। বস্তুত আসানসোলে জেলা হাসপতালে করোনা আইসোলেশন ওয়ার্ড তৈরী হয়েছে প্রথম থেকেই।

মেয়র জিতেন্দ্র তেওয়ারি হাসপাতালের সুপারিনটেনডন্ট ড: নিখিল চন্দ্র দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আইসোলেশন ওয়ার্ড, ফিভার ক্লিনিক এবং আরও অন্যান্য ব্যবস্থা সম্পর্কে এই আপৎকালীন পরিস্থিতিতে খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর শিবদাস চ্যাটার্জী।

  এরপরই আসানসোল করপোরেশনের পক্ষ থেকে জেলা হাসপাতাল চত্বর এবং ইমার্জেন্সির সামনের এলাকাও স্যানিটাইজ করা হয়।

 মেয়র জেলা হাসপাতালের ডাক্তার , নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করে বলেন, ” 
  ডাক্তার, নার্স , স্বাস্থ্যকর্মীরা কর্মযোদ্ধার মত মানুষের সেবা করে যাচ্ছেন। সরকার এবং করপোরেশন মানুষের পাশে সবসময় আছে। মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারে সবসময় প্রশাসন ও সরকার নজর রেখেছে। হাসপাতাল স্যানিটাইজ করার সঙ্গে সঙ্গে হাসপাতালের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলাম।”

Leave a Reply