সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দ্বিতীয় বর্ষের সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের সূচনা হয় গেল রূপনারায়নপুর ইউথ ক্লাব ময়দানে ।এদিন সর্বপ্রথম বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি প্রথম পর্বের সূচনা হয় শোভা যাত্রাটি ডিএভি স্কুল থেকে শুরু হয়ে ইউথ ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয় ।এরপর পতাকা উঠিয়ে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য্য, সমাজসেবী ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সদস্য বেবি মণ্ডল,মহিলা নেত্রী অপর্ণা রায় ,উৎসব কমিটির সম্পাদক দুর্গা শঙ্কর চ্যাটার্জি ,
সহ বিভিন্ন ধর্মের গুনি জন ও আরো অনেকে।




এদিন মেয়র বিধান উপাধ্যায় জানান আমাদের এই শহর সর্বধর্ম ও সর্ব সমন্বয়ের বৈচিত্র্যময় ।যেখানে সকল ধর্মের মানুষ বসবাস করেন । আর তাই সম্প্রীতি উৎসব এমন একটা উৎসব যেখানে সকল ধর্মের মানুষকে নিয়ে এই উৎসব পালন করা হয়।এই উৎসবের মাধ্যমে নিজেদেরকে সমাজকে ও দেশকে এগিয়ে চলার বার্তা দিতে আজ এই উৎসবের প্রয়োজনীয়তা ।
এই উৎসব ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সালানপুর ব্লকের ইয়ুথ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।যেখানে ব্লকের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে স্টল করে মেলার আয়োজন করা হয়েছে।যেখানে বিভিন্ন রকমের দোকান সাজানো হয়েছে।হস্তশিল্প,জামা কাপড়, খাবার সহ একাধিক দোকান এই মেলায় রয়েছে”।
একই সাথে এদিন একটি পত্রিকা উদ্বোধন করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গরীব অসহায় ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী ও বই খাতা তুলে দেওয়া হল।