আসানসোলের মেয়র শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির, বিতর্ক এড়ালেন সাংসদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনের শিশু চলচ্চিত্র উৎসব ” ছোটদের ছায়াছবি” । তবে বৃহস্পতিবার এই শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের নাম না থাকায় বিতর্কের সৃষ্টি হয়। এই প্রসঙ্গটি বৃহস্পতিবার বিধান উপাধ্যায় ও অমরনাথ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিলো। তখন তারা বলেছিলেন, আমন্ত্রণ পত্রে নাম থাকা বা না থাকাটা বড় কিছু ব্যাপার নয়। এটা একটা সরকারি অনুষ্ঠান। তাই আমরা অবশ্যই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবো। কিন্তু এদিন যখন শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিধান উপাধ্যায় ও অমরনাথ চট্টোপাধ্যায় দুজনেই অনুপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে রাজ্যের তিন মন্ত্রী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, আসানসোলের সাংসদ সবাই উপস্থিত ছিলেন।




উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকরা যখন সাংসদ শত্রুঘ্ন সিনহাকে এই বিষয়ে প্রশ্ন করেন। তখন তিনি বলেন, আমার এই সম্পর্কে কিছুই জানা নেই। তাই আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবো না। এর সঙ্গে তার সংযোজন, আমি নিজেই দু’দিন আগে জানতে পেরেছি যে আসানসোলে একটি শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আমার হাঁটুতে ব্যথা আছে। আমার শনিবার আসানসোলে আসার কথা ছিলো। শুধু মাত্র এনকারেজ করতে বা উৎসাহ দিতে আমি এদিন চলে এসেছি। এর সঙ্গে তিনি বলেন, এই চলচ্চিত্র উৎসবের আয়োজনের সাথে যুক্ত ব্যক্তিরাই কেবল এর সঠিক উত্তর দিতে পারবেন। তবে মেয়র বিধান উপাধ্যায় মনে হয়, বিজি ( ব্যস্ত) আছেন, তাই হয়তো আসেননি।
এর পাশাপাশি, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে না আসা নিয়ে মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।