ASANSOL

একাধিক সমস্যা ও দাবি নিয়ে আলোচনা, মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাউরি সমাজ উন্নয়ন সমন্বয় কমিটি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* বাউরি সমাজের সামগ্রিক উন্নয়ন ও সুযোগ সুবিধা  নিয়ে শনিবার আসানসোলে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে বাউরি সমাজ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের একটি বৈঠক হয়। এই বৈঠকে বাউরি সমাজের প্রতিনিধিদল তাদের কিছু দাবি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ।

এর মধ্যে বাউরি সমাজের জাতি শংসাপত্র বা এসসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার কথা আলোচনা করা হয়েছে মন্ত্রীর সঙ্গে হওয়া এই বৈঠকে। এর পাশাপাশি, মন্ত্রীকে আবাসন প্রকল্পে বাউরি সমাজের মানুষদের সম্মুখীন হওয়া সমস্যার কথাও জানানো হয়। একই সাথে, মন্ত্রীকে বাউরি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ  হরি মন্দির ও মনসা মন্দির  মেরামত করার জন্যও অনুরোধ করা হয়।


এই প্রসঙ্গে বাউরি সমাজ উন্নয়ন সমন্বয় কমিটির পরিতোষ দাস বলেন, এর আগে যখনই মন্ত্রীর সাথে বাউরি সমাজের সমস্যা নিয়ে কথা বলেছিলাম, তখনই তার পক্ষ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এদিনের বৈঠকের তিনি আত্মবিশ্বাসী যে এবারও মন্ত্রীর কাছে করা অনুরোধের বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, মন্ত্রী আমাদের সমস্যা ও দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *