আসানসোলে জেলা তৃনমুল কংগ্রেস ভোটার তালিকা পর্যবেক্ষণ কমিটির প্রথম বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের ভোটার তালিকা পর্যবেক্ষণ কমিটির প্রথম বৈঠক শনিবার হলো আসানসোলের কল্যানপুর হাউজিংয়ে শুভম ম্যারেজ হলে।
তৃনমুল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ও দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যাযের ভার্চুয়াল মিটিংয়ের পরেই পশ্চিম বর্ধমান জেলার ভোটার তালিকা নিয়ে নতুন কমিটি গঠন হয়। সেই কমিটি আগামী দিনের পশ্চিম বর্ধমান জেলা ভোটার তালিকার সংশোধনের রূপরেখা নিয়ে ময়দানে নেমে কি ভাবে কাজ করবে তা নিয়েই এদিনের মিটিংয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।




এই বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।