ধস প্রবণ হরিশপুর গ্রাম পরিদর্শন করে বিপদের কথা মানলেন ইসিএলের সিএমডি
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ধস প্রবণ হরিশপুর গ্রাম বসবাসযোগ্য নয়, বিপদের আশঙ্কা রয়েছে । বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়া উচিত, হরিশপুর গ্রাম পরিদর্শনে এসে এমন আশঙ্কার কথাই জানালেন ইসিএলের সিএমডি সতীশ কুমার ঝাঁ । গ্রামবাসীরা চাইলেন উপযুক্ত পুনর্বাসন ।
কয়লাখনি অঞ্চলের ধস প্রবণ বিপদজনক এলাকা গুলির মধ্যে অন্যতম হলো মদনপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুর গ্রাম । ২০২০ সালে এখানে বড় ধরনের ধসের ঘটনা ঘটে । ঘর বাড়িতে দেখা দেয় ফাটল, চাষ জমি বসে যাই মাটির নিচে । সে সময় প্রাণ বাঁচাতে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন । জোর তার হয়েছিল পুনর্বাসনের দাবি । এই দাবিতে লোকসভার উপনির্বাচন এমনকি গত বিধানসভা ভোট বয়কট করেছিল বাসিন্দারা । কিন্তু পুনর্বাসনের কাজ কিছুই হয়নি, জীবনের ঝুঁকি নিয়েই আবার গ্রামে ফিরে বসবাস শুরু করেছেন বাসিন্দারা । সম্প্রতি ইসিএলে সিএমডি হিসেবে যোগ দিয়েছেন সতীশ কুমার ঝাঁ ।




কিছুদিন আগে গ্রামবাসীদের একটি প্রতিনিধি দল পুনর্বাসন নিয়ে সতীশ বাবুর সঙ্গে আলোচনা করেন । কয়েকদিন আগে একই বিষয় নিয়ে সিএমডির সাথে দেখা করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । তিনি সতীশ বাবুকে এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান । রবিবার সতীশবাবু এলাকা পরিদর্শনে আসেন । তার সাথে ছিলেন ই সি এল এর কাজ ওরা এরিয়ার জেনারেল ম্যানেজার ও অন্যান্য আধিকারিকেরা । গোটা গ্রাম ঘুরে দেখেন তারা । পরিদর্শনের পর মুখোমুখি হন সাংবাদিকদের । সতীশ বাবুর স্বীকার করেন এলাকাটি সুরক্ষিত নয়, জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে বাসিন্দারা ।
তিনি বাসিন্দাদের পরামর্শ দেন দাবি-দাওয়া নিশ্চয়ই পূরণ হবে, তবে তার আগে এই জায়গাটি ছেড়ে সুরক্ষিত জায়গায় পরিবার নিয়ে আপনাদের বসবাস করা উচিত । আগে জীবন বাঁচান । পাশাপাশি তিনি বলেন পুনর্বাসনের জন্য অন্ডাল বিমান নগরীতে এডিডিএ আবাসনের ব্যবস্থা করেছে । আবাসন তৈরি হয়ে রয়েছে । সেই আবাসন আপনারা গ্রহণ করুন । আপদকালীন ব্যবস্থা হিসাবে ইসিএলও গ্রামবাসীদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন সতীশ বাবু । গ্রামবাসীদের পক্ষে তপন পাল বলেন জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে বসবাস করছি । সিএমডি এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছেন । আশা করি এবার পুনর্বাসনের দাবি পূরণ হবে । পাশাপাশি তিনি বলেন বিমান নগরীতে দুটি ভাগে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে শুনেছি, আমরা তাতে রাজি নই । সোনপুর বাজারীর মতো পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমরা রাজি আছি বলে জানান তিনি ।