সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের শেষ দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- সালানপুর, সালানপুর ব্লকের ইউথ ক্লাব সুভাষ মঞ্চে আয়োজিত চার দিনব্যাপী সম্প্রীতি উৎসব 2025-এর শেষ দিনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে এবং তাদের মেধা প্রদর্শন করে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা, যাতে আছড়া রায়বলরামপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা চমৎকার পারফরমেন্স করে প্রথম পুরস্কার অর্জন করেন। একই সাথে দ্বিতীয় হয় হোলি এঞ্জেলস পাবলিক স্কুলের ছাত্ররা।




এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা বর্ণাঢ্য পরিবেশনা করে। নাচ, গান ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।ছাত্র ছাত্রীরা সামাজিক বিষয়ে সচেতনতা নিয়ে নাটকের মাধ্যমে সমাজকে অনুপ্রেরণামূলক বার্তা দেয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কার্যকরী সভাপতি মহম্মদ আরমান ও সমাজসেবী ভোলা সিং ,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল,সভাপতি বিদ্যুৎ মিশ্র, অর্ধেন্দু রায়, রবিশঙ্কর কুন্ডু, তাপস উকিল সহ,অনেকে । উপস্থিত সকলে অংশগ্রহণ কারীদের প্রশংসা করেন এবং শিশুদের তাদের সৃজনশীলতা অনুসরণ করতে অনুপ্রাণিত করেন।
এদিন ভোলা সিং বলেন, এই ধরনের অনুষ্ঠান শুধু শিশুদের প্রতিভাই বাড়ায় না, সাংস্কৃতিক ঐক্য ও সম্প্রীতিও বাড়ায়। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানকে উৎসাহিত করার আশ্বাস দেন তিনি। সম্প্রীতি উৎসব 2025 এই অঞ্চলের শিক্ষার্থীদের তাদের প্রতিভা প্রদর্শন এবং পারস্পরিক উন্নীত করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।
সমাপনী অনুষ্ঠানে সকল বিজয়ীদের প্রশংসাপত্র ও ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজকরা অংশগ্রহণকারী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী বছর সম্প্রীতি উৎসব আরও জমকালো আয়োজনের প্রতিশ্রুতি দেন।