আসানসোল টিবি হাসপাতালে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিবি ( টিউবারকিউলোসিস) ডে সোমবার আসানসোলের এসবি গরাই রোডের সুকান্ত ময়দানের আসানসোল টিবি হাসপাতালে পালিত হলো। এই দিবস উপলক্ষে এদিন আসানসোল টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি পরিচালিত টিবি হাসপাতালে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো। এর পাশাপাশি কিছু রোগীকে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে।




উপস্থিত ছিলেন আসানসোল টিবি হাসপাতালের মেডিকেল অফিসার বা এমও ডাঃ অমিত কুমার দত্ত, লক্ষীকান্ত প্রামাণিক ও আসানসোল টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি সদস্য সোহেল আনোয়ারুল।
আসানসোল টিবি হাসপাতাল ও টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির তরফে বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত এই হাসপাতালে ২৫১২ জন রোগীর চিকিৎসা করা হয়েছে। নতুন করে ১৪ জন যক্ষ্মা রোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের চিকিৎসা আসানসোল টিবি হাসপাতালে চলছে।