আসানসোল ও বারাবনিতে পথ দূর্ঘটনা, দুই মোটরবাইক চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল ও বারাবনিতে দুটি পৃথক পথ দূর্ঘটনায় দুই মোটরবাইক চালকের মৃত্যু হলো। ঘটনা দুটি ঘটেছে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানার এথোড়া মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়ক ও বারাবনি থানার কাপিষ্ঠা পেট্রোল পাম্পের কাছে। মৃতরা হলো আসানসোল দক্ষিণ থানার ১ নং মহিশীলা কলোনির কাজল গোপ (৪২) ও বীরভূমের বোলপুরের ভবানীপুরের নীলকান্ত শুর (৫৬)। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের ১ নং মহিশীলা কলোনির বাসিন্দা কাজল গোপ বুধবার রাতে ১৯ নং জাতীয় সড়কে দিয়ে মোটরবাইক করে আসছিলো। সেই সময় আসানসোল উত্তর থানার এথোড়া মোড়ে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। তাতে কাজল গোপ মোটরবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে, তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে মোটরবাইক করে আসানসোল বারাবনি রাস্তা দিয়ে আসছিলেন বীরভূমের বোলপুরের বাসিন্দা নীলকান্ত শুর। বারাবনি থানার কাপিষ্ঠা পেট্রোল পাম্পের কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।