PANDESWAR-ANDAL

এলাকার মানুষজনকে নিয়ে কুমারডিহি গ্রামে শান্তি মিছিল করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : প্রতিবেশীর বাড়িতে এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল কুমারডিহি গ্রামে । এই ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছিল আতঙ্ক । পরিস্থিতি স্বাভাবিক করতে শনিবার এলাকায় শান্তি মিছিল করলেন বিধায়ক ।
গত বৃহস্পতিবার কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরি পাড়ার পল্লব বাউরী নামে এক যুবকের মৃতদেহ । অবৈধ সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে বলে জানা যায় । ভোরবেলাতে বাড়ির লোকজনদের খবর না দিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

মৃত যুবকের পরিবার, আত্মীয় স্বজন ও বাসিন্দাদের একাংশ চড়াও হয় রুইদাস পাড়ার যে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়িটিতে । ভাঙচুর হয় এলাকার বেশ কয়েকটি দোকানেও । ভাঙচুরের বাধা দিতে গেলে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেধে যাই উত্তেজিত জনতার । মাথা ফাটে ডিসি পূর্ব অভিষেক গুপ্তার । আহত হন আরও তিনজন পুলিশ কর্মী । এরপর বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শুরু হয় ধরপাকড় । গ্রেপ্তার হন এক দম্পতি সহ মোট ১৭ জন । এলাকায় বসে পুলিশ পিকেট । এই ঘটনায় এলাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় । অবশেষে পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

শনিবার এলাকার বাসিন্দাদের নিয়ে তিনি কুমারডিহি গ্রামে শান্তি মিছিল করেন ।‌ মিছিলে যোগ দেন প্রচুর পুরুষ ও মহিলা । বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক নরেন বাবু বাসিন্দাদের সাথে কথা বলেন । ভয়ের কোন কারণ নেই, তিনি পাশে আছেন বলে আশ্বাস দেন । মিছিল শেষে নরেন বাবু বলেন পুলিশকর্তার মাথা ফাটা ও ব্যাপক ধরপাকড়ের কারনে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল । পুলিশের সাথে কথা বলেছি নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয় সেই বিষয়ে । পুলিশ আশ্বস্ত করেছে । ঘটনায় অনুতপ্ত প্রকাশ করেছে বাসিন্দারাও । এখন কোন সমস্যা নেই, ভয় আতঙ্ক কাটিয়ে সবাই যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেই বার্তা দিতেই এই দিনের শান্তি মিছিল বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *