মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বৃহস্পতিবার মালদার মোথা বাড়িতে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে গোটা রাজ্য সহ পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি নেতা নেত্রী সহকর্মী সমর্থকরা পথে নেমে প্রতিবাদ শুরু করেছে। তারই পরিপেক্ষিতে সালানপুর ব্লকের মণ্ডল-৪এর পক্ষ থেকে আল্লাডি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।তারই পরে টায়ার জ্বালিয়ে আসানসোল চিত্তরঞ্জন প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে।টায়ারে আগুন নিভাতে গিয়ে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। প্রায় কুড়ি মিনিট অবরোধ চলার পর রাস্তা অবরোধ তুলে নেই বিজেপির কর্মী সমর্থকেরা।




এদিন বিজেপি নেতা অভিজিৎ রায় ও মন্ডল-৪ এর সভাপতি চিন্ময় তেওয়ারী বলেন রাজ্য জ্বলছে আর পুলিশ মন্ত্রী লন্ডন ঘুরছে।তিনি আরো বলেন মাথাবাড়ির আগুন নিভাতে ব্যর্থ পুলিশ এসেছে বিজেপির প্রতিবাদের আগুন নিভাতে।তাছাড়াও এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি বাবন মণ্ডল,মন্টু গাঙ্গুলি,দিবাকর পাল সহ আরো অনেকে।
অন্যদিকেআসানসোল বিজেপি উত্তর মণ্ডল 2 আজ আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে। মালদহের মোথাবাড়ি এলাকায় ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এই আন্দোলন হয়। এই অনুষ্ঠানে বিজেপি নেতা সুদীপ চৌধুরী, মদন মোহন চৌবে ছাড়াও আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এই উপলক্ষ্যে সুদীপ চৌধুরী বলেন যে মালদহের মোথা বাড়ীতে গুন্ডাদের দ্বারা বেছে বেছে হিন্দু বাড়িগুলি যেভাবে ভাংচুর করা হয়েছিল, তাদের দোকানগুলি ক্ষতিগ্রস্থ হয়েছিল, তাদের কারও বিরুদ্ধে আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন, এভাবে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না।