PANDESWAR-ANDAL

খনিতে অ্যাম্বুলেন্সে বারুদ পরিবহন সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারিতে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : আসানসোলের কাজোড়া এলাকার সেন্ট্রাল কাজরা কোলিয়ারিতে একটি অবিশ্বাস্য ঘটনা প্রকাশ্যে এসেছে। খনিতে কোনও দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স সময়মতো পাওয়া যায় না বলে অভিযোগ থাকলেও, এখানে দেখা গেছে উল্টো চিত্র। জানা গেছে, খনিতে বিস্ফোরণের জন্য ব্যবহৃত বারুদ পরিবহন করা হচ্ছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এই ঘটনায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর আধিকারিকরা নীরবতা পালন করছেন।

ঘটনার বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ওই অ্যাম্বুলেন্সের চালক। তিনি সরাসরি অভিযোগ করেছেন কোলিয়ারির ম্যানেজারের বিরুদ্ধে। চালকের দাবি, ম্যানেজারের অতিরিক্ত চাপের কারণেই তিনি বাধ্য হয়েছেন এই বিপজ্জনক বারুদ পরিবহন করতে। এই অভিযোগ এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সের মতো জরুরি চিকিৎসা পরিষেবার জন্য বরাদ্দ যানবাহনকে এভাবে ব্যবহার করা নিরাপত্তার দিক থেকে গুরুতর প্রশ্ন তুলেছে। ইসিএল-এর আধিকারিকদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

এই ঘটনায় তদন্তের দাবি উঠেছে। খনি শ্রমিক ও স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের ঘটনা শুধু নিয়মের লঙ্ঘনই নয়, বরং খনির নিরাপত্তা ও শ্রমিকদের জীবনের সঙ্গে সরাসরি খেলা। ইসিএল কর্তৃপক্ষ এই বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর রাখছে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *