ASANSOL

ভোটের একদিন আগে শাসকদলের প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের ভূইয়াপাড়া ২০২ নং বুথের শাসক দল তৃনমুল কংগ্রেসের প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ভোটের একদিন আগে বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রার্থী মিঠু মাঝি মন্ডলোর ফেস্টুন ছিঁড়ে দেবার অভিযোগ উঠল তিন বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে এই ঘটনার কথা প্রার্থী ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা জানতে পারেন। তারা দেখেন, এক জায়গায় ফেস্টুন লাগানো ছিল। সেটি ব্লেড জাতীয় কিছু দিয়ে কেটে টুকরো করে ফেলে দেওয়া হয়েছে।


এই ব্যাপারে ২০২নং বুথের তৃণমূল কংগ্রেসের মিঠু মাঝি মন্ডলের সঙ্গে কথা বলেন, এদিন সকালে এই ঘটনার কথা জানতে পারার পরে দলের নেতাদেরকে জানিয়েছি। আর যেখানে অভিযোগ করার তা করেছি। তিনি আরো বলেন, এই কাজ তিন বিরোধী দলের। তারা এলাকায় অশান্তি ও গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। কিন্তু আমরা তা চাইছি না। আমরা চাই শনিবার সবাই নিজেদের মতো করে ভোট দিন।
যদিও, তিন বিরোধী দলের তরফে শাসক দলের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply