আসানসোল পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে মেয়র পারিষদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ৩ দিন আগে আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া আসানসোল পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা ঘটেছিলো । এর ফলে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় খুব আতঙ্কিত হয়ে পড়েন। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে বুধবার আসানসোল পুরনিগমের স্যানিটারি বিভাগের মেয়র পারিষদ মানস দাসের নেতৃত্বে স্যানিটারি বিভাগের আধিকারিকরা কালিপাহাড়ি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন।




এই উপলক্ষে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ৩ দিন আগে কালিপাহাড়ির ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছিলো। আসানসোল পুরনিগম এবং দমকল বিভাগের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুরনিগম কতৃপক্ষ সেখানে জমে থাকা আবর্জনা সরানোর চেষ্টা করছে। এই বিষয়ে একটি সংস্থার সাথেও আলোচনা চলছে। সংস্থাটি বলেছিল যে ২০২৪ সালের মধ্যে আবর্জনা অপসারণ করা হবে। কিন্তু এখন ২০২৫ সালের কয়েক মাসও কেটে গেছে। কিন্তু সংস্থাটি এখনও আবর্জনা অপসারণ করেনি।
এ ব্যাপারে বর্তমানে পুরনিগমের পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে, যাতে দ্রুত কিছু একটা করা যায়। এই বিষয়ে মেয়র পারিষদ মানস দাস বলেন, স্যানিটারি বিভাগের আধিকারিকদের সাথে কালিপাহাড়ি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে এসেছি। তিন দিন আগে এখানে আগুন লেগেছিলো। সেই আগুন নিভিয়ে ফেলার গোটা পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এখন সামান্য সমস্যা যা আছে, তাও আগামীকালের মধ্যে সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন, পুর কতৃপক্ষ ডাম্পিং গ্রাউন্ড নিয়ে ভাবনাচিন্তা করছে।