রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে তৃণমূলের মিছিল, প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : কাজোড়া ও হরিশপুর এলাকায় রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল । ২৮ শে মার্চ রেলের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয় । নোটিশে উল্লেখ করা হয়েছে আগামী ১১ ই এপ্রিলের মধ্যে রেলের জমি থেকে স্বেচ্ছায় উঠে যেতে । তা না হলে উচ্ছেদ করা হবে বলে নোটিশে জানানো হয় । নোটিশ পাওয়ার পর অনিশ্চয়তা তৈরি হয়েছে রেলের জমিতে বসবাসকারীদের মধ্যে । বিষয়টি নিয়ে তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয় । বৃহস্পতিবার অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেলের জমিতে বসবাসকারীদের নিয়ে এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা করা হয় ।




মিছিলটি শুরু হয় কাজোরা মোর সংলগ্ন ইলেকট্রিক অফিসের সামনে থেকে । শেষ হয় কাজোড়া মোড়ে । ফ্লাইওভারের নিচে হয় প্রতিবাদ সভা । উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের যুব জেলা সভাপতি পার্থ দেওয়াসি সহ অন্যরা । কালোবরণ বাবু বলেন আমরা উচ্ছেদের বিরুদ্ধে নয়, কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না ।
যারা দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস ও দোকান করে সংসার চালাচ্ছে তারা সবাই গরীব, এদের জোর করে উচ্ছেদের চেষ্টা হলে তৃণমূল সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে । শবনম বেগম নামে এক বৃদ্ধা বলেন ৪৫ বছর ধরে এখানে বসবাস করছি, হঠাৎ উঠে যেতে বললে যাব কোথায় ? পুনর্বাসন দিলে উঠে যেতে রাজি আছি বলে জানান তিনি । এদিনের মিছিল, প্রতিবাদ সভা নিয়ে রেলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।