ASANSOLBengali News

বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবির, উপস্থিত প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশন এর ৪৩ নম্বর ওয়ার্ডে নুরুউদ্দিন রোডে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশা শর্মার উদ্যোগে বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলার বিজেপি কনভেনর শিবরাম বর্মণ, শঙ্কর চৌধুরী প্রমুখ।

প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা বলেন, ” রক্তদান জীবনদান। করোনা মহামারীতে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকের সঙ্গে সঙ্গে আসানসোল ব্লাড ব্যাংকের রক্তের যোগান কম থাকার কারণে বহু মুমূর্ষ রোগী সমস্যায় পড়েছেন। সেই কারণে তিনি এবং তার দলের কর্মীরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। ওই রক্তদান শিবিরে প্রায় ৩৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে।”

ওই রক্তদান শিবিরে নবনীতা ব্যানার্জি,ওম নারায়ণ প্রসাদ, সুজিত ঠাকুর,রাকেশ শর্মা, রেখা শর্মা, রীনা মোদী, বিদ্যা সিং, সনি ভগত, বিপিন পাসওয়ান, সুজিত ঠাকুর, জয় কিশন ঠাকুর, কৃষ্ণ গোর, দীপক দাস প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply