বর্ধমান ভবনের জঙ্গলে আগুন
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বাংলা-ঝাড়খণ্ড সীমানার রূপনারায়ানপুর টোল প্লাজার সামনে রাজ্য সরকারের বর্ধমান ভবনের বাউন্ডারির ঝোপ জঙ্গলে হটাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে।খবর পাওয়া মাত্রই স্থানীয় মানুষজন ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ এবং সমাজসেবী ভোলা সিং ঘটনাস্থলে ছুটে যান এবং ট্যাংকারে করে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।




তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা পাওয়া যায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দমকলের।তারাও আগুন লাগা ঝোপ জঙ্গলে পূনরায় জল দেয়।সমাজসেবী ভোলা সিং জানান আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ও পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে দমকল আসে।তবে কোনো বড় গাছ বা বর্ধমান ভবনের কোনো ক্ষতি হয়নি।