PANDESWAR-ANDAL

বাইক সহ একাধিক গাড়িতে ধাক্কা মেরে রেলগেট ভেঙ্গে পালালো বেপরোয়া লরি

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, খনি অঞ্চল : বাইক আরোহীকে চাপা দিয়ে, একাধিক গাড়িতে ধাক্কা মেরে রেল গেট ভেঙে পালালো বেপরোয়া একটি লরি । অবশেষে লরিটি ধরা পড়ে পাণ্ডবেশ্বরে । আহত হয় তিন থেকে চারজন ।
বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় বেপরোয়া একটি লরির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো অন্ডালের উখরা থেকে পাণ্ডবেশ্বর পর্যন্ত । প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহার দিক থেকে উখরার দিকে আসছিল ১৬ চাকার একটি লরি । উখরা বাজপাই মোরে লরিটি একটি বাইকের ধাক্কা মারে । বাইকটিতে ছিল দুজন আরোহী । এরপর লরিটি গতি বাড়িয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে । ট্রেন চলাচলের জন্য শংকরপুর রেল ফটকে তখন গেট বন্ধ ছিল ।

লরিটি রেলগেট ভেঙ্গে দ্রুতগতিতে পাণ্ডবেশ্বর এর দিকে ছুটতে থাকে । প্রত্যক্ষদর্শীরা জানান বাজপাই মোড় থেকে শংকরপুর মোড় পর্যন্ত বেশ কয়েকটি বাইক টোটো এবং চার চাকার গাড়িতে লরিটি ধাক্কা মারে । ক্ষতি হয় একাধিক গাড়ির । পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । রেলগেট ভেঙ্গে পালানোর সময় লরিটিকে ধাওয়া করে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের একটি মোবাইল ভ্যান । বনবহাল ফাঁড়ি ও পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ ও লরিটির পিছু নেয় ।

বনবহাল ফাঁড়ি সূত্রে জানা গেছে বেপরোয়া লরিটি গাইঘাটা মোরে রামনবমী উৎসবের জন্য তৈরি হওয়া মণ্ডপে, একজন বাইক আরোহী ও পুলিশ মোবাইল ভ্যানে ধাক্কা মারে । অবশেষে লরিটি ধরা পড়ে পাণ্ডবেশ্বরের অজয় নদীর কাছে পুলিশ নাকাতে । লরি সহ ড্রাইভার কে আটক করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পাণ্ডবেশ্বরেও ঘাতক লরিতির ধাক্কায় একজন আহত হন বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *