পানীয় জলের দাবিতে বিডিও অফিসের সামনে পথ অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, লাউদোহা :- দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে পানীয় জলের দাবিতে পথ অবরোধ লাউদোহা গ্রামবাসীদের । তাদের অভিযোগ প্রত্যেক বাড়িতে কলের জল থাকা সত্ত্বেও সে কলে পর্যাপ্ত পরিমাণে জল আসছে না এবং পুরনো কলগুলিকে phe দপ্তর বন্ধ করে দেওয়াই পানীয় জলের সংকটে ভুগছে গ্রামবাসী। দীর্ঘদিন সমস্যা সমাধানের জন্য বারবার পিএইচই দপ্তরকে জানানো সত্বেও সে ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই আজ তারা পথ অবরোধ করতে বাধ্য হয়।




ঘটনাস্থলে এসে পৌঁছায় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ ঘন্টাখানেক পথ অবরোধ থাকার পর পুরনো কলগুলোতে জল ছাড়া হয় এবং পথ অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে পিএইচই দপ্তরেরতরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।