আসানসোলে ট্যাবলেটের স্ট্রিপ ও সিরাপের বোতল গলায় ঝুলিয়ে রাস্তায় নেতারা
গোটা শিল্পাঞ্চল জুড়ে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও কাজল মিত্রঃ ( protest against price hike of medicines ) ৭৪৮ টি নিত্য প্রয়োজনীয় ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধীতায় শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ মিছিল করে।
বার্নপুরে আসানসোল সাউথ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ছাড়াও সেই মিছিলে বোরো চেয়ারম্যান, কাউন্সিলর সহ বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের অত্যাবশ্যকীয় ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সকলেই আওয়াজ তোলেন। শাসক দলের নেতারা বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে কিছু বড় পুঁজিপতিকে সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে তা কখনই সহ্য করা হবে না। তাই এদিন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের কর্মী রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।




একইভাবে, এদিন আসানসোল নর্থ ব্লক তৃণমূল কংগ্রেসও একই বিষয়ে প্রতিবাদ জানায়। তবে, তাদের প্রতিবাদটা ছিলো অভিনব। আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বেরোয়। যা হটন রোড মোড় সংলগ্ন সিটি বাস স্ট্যান্ডের কাছে এসে শেষ হয়। মিছিলে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, টিএমসিপির জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় , প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম সহ শাসক দলের নেতা ও কর্মী গলায় ট্যাবলেটের স্ট্রিপ ও সিরাপের বোতল মালা করে পড়েন। মিছিল শেষে সভা থেকে ওষুধের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার পাশাপাশি দাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
একইভাবে, কুলটি বিধানসভা কেন্দ্রেও এদিন ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বেরোয়। মিছিল থেকে শাসক দলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় সরকারের কাছে ওষুধের বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই মিছিলে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, মীর হাশিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন, একই দাবিতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বেরোয়। এই মিছিল সালানপুর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রূপনারায়নপুর ডাবর মোড় গিয়ে শেষ হয়।
এই প্রসঙ্গে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ আরমান বলেন, নিত্য প্রয়োজনীয় ঔষধ সহ সব জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষদের নাভিশ্বাস করে তুলেছে কেন্দ্রীয় সরকার।
একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের কথা ভেবে স্বাস্থ্য সাথী কার্ড সহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন, সেখানে কেন্দ্রীয় সরকার দিনের পর দিননিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর সাথে সাথে সাধারণ ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে । এবার জ্বর হলে, মানুষের তার ওষুধ কেনার ক্ষমতা থাকবে না।সাধারণ মানুষ বুঝতে পারছেন কারা তাদের সাথে আছেন। আগামী দিনে আরো বৃহত্তর প্রতিবাদ হবে ।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সহ অন্যান্যরা।
আসানসোল শিল্পাঞ্চলের পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ব্লকে নিত্য প্রয়োজনীয় ওষুধের মুল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন শাসক দলের নেতা ও কর্মীরা।