দুর্গাপুর এএসপির তৃনমূলের তিন শ্রমিক নেতার নামে পোস্টার
গোষ্ঠী দ্বন্দ্ব, দাবি বিরোধীদের, শুরু রাজনৈতিক তর্জা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ মঙ্গলবার দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট বা এএসপির তৃণমূল কংগ্রেসের তিন শ্রমিক নেতার বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে পোস্টার পড়লো। মঙ্গলবার সকালে এই পোস্টার পড়ার কথা জানাজানি হতেই ইস্পাত নগরীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি এই পোস্টার ঘিরে শুরু হয় রাজনৈতিক তর্জা।
বিরোধী দলের দাবি, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুর্নীতি করার জন্য বঞ্চিত হয়েছেন, তারাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পোস্টার দিয়েছে। একই অভিযোগ আমাদেরও। এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, ষড়যন্ত্র করে বিরোধীরা এই পোস্টার দিয়েছে। যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়।




স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এএসপি কারখানার পাচিঁলে বেশ কয়েকটি পোস্টার সাঁটানো দেখা যায়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে দেওয়া এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়। পোস্টার ঘিরে শুরু হয় রাজনৈতিক তর্জা। পোষ্টারে তৃণমূল শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা ও স্থানীয় শ্রমিক নেতা কল্লোল ঘোষ, শান্তনু সোমের বিরুদ্ধে লোহা ও বোল্ডার মাফিয়াদের সদস্যপদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একইসাথে বহিরাগতদের কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুরোনো নেতা-কর্মীদের বঞ্চিত করা সহ একাধিক অভিযোগ পোস্টারে লেখা হয়েছে।

এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা বলেন, আমরা আগেই বারে বারে বলেছি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা। এবার গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী একই কথা পোস্টারে লিখেছে।
দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, আমরা আগেও বলেছি এখানে স্থানীয় যুবকদের কাজ দেওয়া হচ্ছেনা। তৃণমূল কংগ্রেসের নেতারা টাকার বিনিময়ে বহিরাগতের প্রতিটি কারখানায় নিয়োগ করছে। এই পোস্টার তা প্রমাণ।
যদিও, তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর লাহা বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নয়। তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। পোষ্টারে লেখা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
আইএনটিইউসি নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।তাই তারা প্রচারের আলোয় আসতে ষড়যন্ত্র করে এই পোস্টার লাগিয়েছে। দুর্গাপুরের মানুষেরা সব জানেন।