রানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর বাগান বাড়ির চারপাশে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কুমার নন্দীর বাগান বাড়ির চারপাশে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো রানীগঞ্জের কুমরবাজার এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন রাত্রি প্রায় সাতটা নাগাদ এই আগুন লাগার ঘটনা লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি বাড়ির অন্য সকল সদস্যদের জানালে তারা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নেভাতে তৎপর হয়। এ সময় একটা বিস্তীর্ণ অংশ জুড়ে আগুন লেগে রয়েছে এলাকায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে প্রচেষ্টা চালাচ্ছে।




স্থানীয় এলাকার মানুষজন এদের দাবি যেখানে এই আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে পাইপ নিয়ে যাওয়ার ব্যবস্থা এখনো করা যায়নি। আর দমকল বিভাগের যে ইঞ্জিন সেখানে এসে পৌঁছেছে টা খুবই ছোট থাকায় ও অলিগলির রাস্তা ধরে সেই স্থানের না পৌঁছনায় আগুন ক্রমশ বেড়েই চলেছে। সংলগ্ন অংশেই বেশ কিছু ঘন জনবসতি রয়েছে সেই জনবসতির দিকে আগুন চলে গেলে তা আরো ভয়াবহ হতে পারে বলেই দাবি। বাড়ির সদস্যরা জানান আগুন লাগার বিষয়টা নিয়ে রহস্য রয়েছে কিভাবে সেখানে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল তা নিয়ে সন্ধিহান তারা।