ASANSOL-BURNPUR

বার্নপুরে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান সেল আইএসপির

বেঙ্গল মিরর বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বার্নপুরের নরসিংবাঁধ এলাকায় সেল আইএসপি প্রশাসনের তরফে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালানো হয়। সেলের ইস্কো স্টিল প্ল্যান্ট বা আইএসপির ( ইস্কো কারখানা) তরফে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান আরও কঠোরভাবে করা হবে। শুক্রবার আইএসপির টাউনশিপ বিভাগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে নরসিংবাঁধ এলাকায় কাটঘোলা গ্রাউন্ডে অবৈধভাবে নির্মিত একটি বাউন্ডারি পাঁচিল ভেঙে দেয়।

এই অভিযানটি টাউনশিপ বিভাগের সিনিয়র আধিকারিকদের নেতৃত্বে, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এদিন দুপুরে করা হয়। অবৈধভাবে নির্মিত এই বাউন্ডারি প্রাচীরটি জেসিবি মেশিনের সাহায্যে ভাঙ্গা হয়। এর আগে এই অবৈধ নির্মাণ সরানোর জন্য এস্টেট কোর্ট থেকে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছিল। যার বাস্তবায়নে এদিন এই অভিযান সফলভাবে করা হয়েছে।সেল আইএসপি প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোম্পানির সম্পত্তিতে যেকোনো ধরণের দখলদারি সহ্য করা হবে না।

ভবিষ্যতেও এই ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযানের লক্ষ্য শুধুমাত্র সরকারি সম্পত্তির সুরক্ষা নয়, বরং এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখাও।টাউনশিপ বিভাগ সাধারণ নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন কোম্পানির জমিতে অনধিকার প্রবেশ বা দখল না করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *