আসানসোলে পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ, সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Latest News ) আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি পেট্রোল পাম্পের ম্যানেজারের কাছ থেকে টাকা লুঠের ঘটনা ঘটলো। শুক্রবার রাত দশটা নাগাদ আসানসোলের এসবি গরাই রোড ও জিটি রোড সংযোগস্থল রামবন্ধু তলাওয়ের কাছে এসবি গড়াই রোডের একটি পেট্রোল পাম্পে লক্ষাধিক টাকা লুঠের এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এসবি গরাই রোডের যে জায়গার পেট্রোল পাম্পে এই ঘটনাটি ঘটেছে, সেই এলাকাটি যথেষ্টই জনবহুল ও ব্যস্ততম। সেই রকম এলাকায় টাকা লুঠের এই ঘটনায় শহরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে।




এই প্রসঙ্গে পেট্রোল পাম্পের অন্যতম কর্ণধার আসানসোল গ্রামের বাসিন্দা অমিত রায় বলেন, অন্যদিনের মতো শুক্রবার রাত দশটা নাগাদ পাম্প বন্ধ হয়ে যায়। এর পর পাম্পেরই অফিস ম্যানেজার সারাদিনের হিসাব শেষ করে ব্যাগে টাকা নিয়ে অফিস বন্ধ করার তোড়জোড় করছিলেন। তখনই তিন দুষ্কৃতি পাম্পে আসে। তারমধ্যে দুই দুষ্কৃতি অফিসে ঢুকে ম্যানেজারকে আগ্নেয়াস্ত দেখায় ও তার কাছে থাকা লক্ষাধিক টাকা লুঠ করে নিয়ে যায়। তিনি আরো বলেন, তিন দুষ্কৃতির মধ্যে একজন মোটরবাইক নিয়ে বাইরে অপেক্ষা করছিলো। যে দুজন দুষ্কৃতি অফিসে ম্যানেজারের কাছে গেছিলো তার মধ্যে একজন মুখে কালো রুমাল বাঁধা ছিলো। অপরজনের মুখ খালি ছিলো।
সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পুলিশ পাম্পে আসে। পাম্পে লাগানো সিসিটিভির ফুটেজে দুষ্কৃতিদের ছবি ধরা পড়ে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায় বলে পাম্প সূত্রে জানা গেছে। পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, আসানসোলের এসবি গরাই এই পাম্পে বছর কয়েক আগে একই রকম ঘটনা ঘটেছিল। সেই সময় এক পাম্প কর্মীকে মারধর করে টাকা নিয়ে চম্পট দিয়েছিলো দুষ্কৃতিরা।
জনবহুল এসবি গড়াই রোডের একই পেট্রোল পাম্পে একাধিকবার এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দূষ্কৃতিদের সনাক্ত করার চেষ্টা হচ্ছে।