নীলপুজো উপলক্ষে চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের ঢল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। চৈত্র মাসের শিবের গাজন ও চড়ক পুজোর মাধ্যমে শেষ হয় বাংলা বছর। গাজন ও চড়ক পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল নীল পুজো।চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজোর মাধ্যমে শেষ হয় গাজন উৎসব। এই গাজন উৎসবের মূল হল নীল পুজো। নীল পুজো অর্থাৎ হর পার্বতীর মিলন উৎসব।যা সংক্রান্তির আগের দিন হয়ে থাকে । নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য বিভিন্ন নদী ও পুকুর থেকে জল তুলে শিব মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালেন পুণ্যার্থীরা।




সেইমত আসানসোল শহরের বহু বছরের পুরাতন শিব মন্দির বাবা চন্দ্র চুর শিব মন্দির যেখানে পশ্চিম বর্ধমান জেলা সহ পাশের রাজ্য ঝাড়খন্ড বিহার থেকেও বহু ভক্ত পূজা করার জন্যে আসেন ।
চন্দ্রচূড়ার মন্দিরের এক পূজারী জানিয়েছেন
অনেক মানুষ মনস্কামনা করে থাকে তারা ডন্ডিও দেন এখানে বিশেষ আকর্ষণ বলতে উল্টো ঘটিতে করে জল নিয়ে আসা হয় সেই জল বাবার মাথায় চাপানো হয়। প্রায় কয়েক হাজার ভক্ত এখানে আসেন এবং দুদিন ব্যাপী এখানে মেলা ও চলে।