রানীগঞ্জের সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র ডাঃ রাম দুলাল বসুর প্রয়াণ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ, ২০ এপ্রিল ২০২৫: আসানসোল শিল্পাঞ্চলের সাহিত্য জগতের এক প্রখ্যাত নাম, বিশিষ্ট লেখক, রবীন্দ্র গবেষক ও অধ্যাপক ডাঃ রাম দুলাল বসুর প্রয়াণে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আজ রানীগঞ্জের শিশুবাগানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




ডাঃ বসু ত্রিবেণী দেবী ভালোটিয়া (টিডিবি) কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে গভীর গবেষণার জন্য সুপরিচিত ছিলেন। তাঁর অনুরোধে তিনি আসানসোল বাংলা আকাদেমির প্রথম সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন, যা তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিশ্রুতির প্রমাণ। তাঁর রচনা ও গবেষণা বাংলা সাহিত্যে এক অমূল্য অবদান রেখেছে, যা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
রানীগঞ্জের বিভিন্ন সাহিত্য সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।
স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শিশুবাগানে তাঁর শেষকৃত্যে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এক বিবৃতিতে বলা হয়, “ডাঃ বসুর প্রয়াণে আমরা একজন মহান শিক্ষক, গবেষক ও সাহিত্যিককে হারালাম। তাঁর অবদান চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবে।”
ডাঃ রাম দুলাল বসুর আত্মার শান্তি কামনা করে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ রানীগঞ্জের সাহিত্যপ্রেমী সমাজ তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও ছাত্র-ছাত্রীদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।