লছিপুর মা শীতলা মন্দিরে ডন্ডি কেঁটে পুজো দিতে ভক্তের ভিড়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুর স্থিত মা শীতলা মন্দিরে প্রত্যেক বছরের মত এ বছরও সাড়ম্বের সহিত পালন করা হচ্ছে মা শীতলা পুজো।এই পুজো দুই দিন ব্যাপি চলে। আজ সকাল ৬ টা থেকে লছিপুর জিটি রোডের পাশে এক পুকুর থেকে স্নান করে ডন্ডি কেঁটে ভক্তরা এক এক করে মন্দিরের পুজো দিলেন এরপর চলবে মহা যজ্ঞের আয়োজন সহ একাধিক পুজোর মাধ্যমে দুই দিন ধরে চলে এই পুজো।




আজ সকালে ডন্ডি কাটার সময় আসানসোল পৌর নিগমের জলের ট্যাঙ্করের ব্যবস্থা সাথে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশের নিরাপত্তা ছিল জিটি রোডের উপর। এই রোদ্রে ডন্ডি কেঁটে জিটি রোডের উপর দিয়ে ভক্তরা মন্দিরে যাওয়ার সময় স্থানীয় ৫৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হুসেন নিজের হাতে বালতি করে পাইপ নিয়ে ভক্তদের জল দিতে দেখা গেল।