উখড়া – পান্ডবেশ্বরে রেল ওভারব্রিজ, সার্ভে শুরু রেলের
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বৈঠকের পরেই, উখড়া- পাণ্ডবেশ্বর রেল ওভারব্রিজের জন্য প্রতিনিধি পাঠিয়ে জমির মাপ বা সার্ভে শুরু করলো রেল কর্তৃপক্ষ।
এই রেলগেটের ফলে যানজটের সমস্যায় দীর্ঘদিন ধরে নাজেহাল উখড়া পাণ্ডবেশ্বর মানুষের মানুষ। তাই বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিধায়কের আবেদনের সাড়া দিয়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম প্রতিনিধি পাঠিয়ে মঙ্গলবার থেকে ফিল্ড সার্ভে শুরু করলেন। আগামী দিনে উখড়া পাণ্ডবেশ্বরকে যানজট মুক্ত করতে এটা একটা বৃহৎ প্রয়াস বলা যেতেই পারে।




এদিন এই সার্ভে বা সমীক্ষা করার সময় উপস্থিত ছিলেন, রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজ কুমার, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী , পশ্চিম বর্ধমান জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , অন্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও , উখড়া চেম্বার অফ কমার্সের সভাপতি মনোজ শরাফ, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে সহ অন্যান্যরা আধিকারিকগণ।
এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, অন্ডাল উখড়া পাণ্ডবেশ্বর সহ খনি অঞ্চলের মানুষেরা নিত্য যাতায়াতে যানজটে ভোগেন এই উখড়া রেলগেটের কারণে। বহু আবেদন নিবেদনের পর আসানসোল ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সাথে মিটিং করা হয়। তিনি ঐ মিটিংয়ে সম্মতি দিয়ে বলেছিলেন অতি দ্রুত কাজ চালু হবে। ডিপিআর হয়ে গেছে। এবার টেন্ডার প্রক্রিয়া চালু হবে। বিধায়ক আরো বলেন, এখানে রেল ওভারব্রিজ তৈরি হলে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ কমবে।