BARABANI-SALANPUR-CHITTARANJAN

হিন্দুস্তান পুনর্বাসন কমিটির উদ্যোগে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের হিন্দুস্তান পুনর্বাসন কমিটির উদ্যোগে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম যেখানে স্থানীয় সুভাষ মহাজনের দেখারেখে এই আশ্রমে রয়েছে প্রায় 15 জন বৃদ্ধ ও বৃদ্ধা ।আগের লকডাউন থেকে এই বৃদ্ধাশ্রম শুরু হল যেখানে ঘরছাড়া বহু বৃদ্ধ বৃদ্ধার বাস হয়েছে ।আর এই বৃদ্ধাশ্রম পরিচালন করতে সালানপুর ব্লক তৃণমূলের ভূমিকাও অপরিসীম ।যেখানে সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং এই বৃদ্ধাশ্রম চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়েছে ।

এর সাথে সাথে বহু সমাজ সেবী সংগঠন ,ক্লাব, ও সহৃদয় মানুষ এই বৃদ্ধাশ্রমে বসবাস করি মানুষের পাশে এসে দাড়িয়েছে এমনি কিছু যুবক যারা নিজের উদ্যোগে এই লকডাউন পরিস্থিতিতে এই সজন হারা গৃহহীন মানুষের পাশে কিছু সময় কাটানোর জন্য এসেছে ।তারা হলেন সকলেই রূপনারায়ানপুর , জেমারীর , বাসিন্দা ।এদিন স্নেহাসিস মন্ডল, শুভম মন্ডল,কৃষ্ণ মন্ডল,অসীম মন্ডল, পাপু কুম্ভকার,সরূপ দত্ত, দীনেশ বাউড়ির মত কিছু যুবক ওই বৃদ্ধাশ্রমে থেকে নিজেরাই রান্নাবান্না করে বৃদ্ধাশ্রমে থাকা 15 জন আবাসিকদের খাবার তুলে দেন ।তারা জানান লকডাউনে পরিস্থিতিতে একে অপরের পাশে থেকেই আমাদের কাজ করে যেতে হবে আর তাই সেই কথা ভেবেই যাতে কিছুটা হলেও আমরা পাশে থাকতে পারি এই নিয়ে আমাদের উদ্যোগ ।আমরা পরবর্তী ক্ষেত্রে আবার এইসব মানুষের পাশে থাকতে চাই ।

Leave a Reply