সাইবার প্রতারণার ৯ লক্ষ টাকা ও ৪০টি মোবাইল উদ্ধার করে ফেরালো পুলিশ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : মঙ্গলবার অন্ডাল থানায় অনুষ্ঠিত হয় “ফিরে পাওয়া” অনুষ্ঠান । সাইবার প্রতারণায় হারানো ৯ লক্ষ টাকা ও ৪০টি মোবাইল উদ্ধার করে সেগুলি বেনিফিসারিদের হাতে ফেরত দেওয়া হয় এই অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখোপাধ্যায়, এসিপি অন্ডাল পিন্টু সাহা, অন্ডাল থানার আধিকারিক মেঘনাথ মন্ডল সহ অন্যরা ।




এসিপি পিন্টু সাহা বলেন চলতি বছরে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা হারানো ও মোবাইল হারানোর বেশ কিছু অভিযোগ থানায় জমা পড়েছিল । পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করে । ৯ লক্ষ টাকা ও ৪০ টি মোবাইল ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে । সেগুলি এদিন “ফিরে পাওয়া” অনুষ্ঠানে বেনিফিসারিদের হাতে ফেরত দেওয়া হয় । পিন্টু বাবু দাবি করেন সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার ঘটনা যেমন বেড়েছে ঠিক তেমনি তদন্তে টাকা উদ্ধারের হার ও বেড়েছে ।
পাশাপাশি তিনি বলেন সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে মানুষকে আরও সচেতন হতে হবে । পুলিশ ধারাবাহিকভাবে এই বিষয়ে মানুষকে সচেতন করার কাজ করে চলেছে । তার ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে ।