ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই সম্পূর্ণ বাড়ি, ঝলসে যায় যুবক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, লাউদোহা :- ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলেরবাউরি পাড়ায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র । এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ঝলসে যায় আশীষ বাউরী নামে বছর ৩০ এর এক যুবক। তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহাকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির ভেতর শুয়ে থাকার ঝলসে যাওয়ার যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গোগলা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। সেই যুবককে উদ্ধার করে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে পাঠানোহয়।




ঘটনাস্থলে পৌঁছে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, সোমবার রাত্রি সাড়ে দশটার নাগাদ তিনি ফোন পান যে রসিকডাঙ্গার বাউড়ি পাড়ার একটা বাড়িতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গেই তিনি এই ঘটনাস্থলে পৌঁছান এবং ঘরের মধ্যে থাকা আশীষ বাউরী নামে এক যুবক আগুনে ঝলসে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গৌতম বাবু জানান এলাকার বাসিন্দাদের প্রচেষ্টাতেই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গৌতম বাবু জানান আগুন লাগার কারণ সঠিকভাবে এখনো জানা যায়নি। ভগবানের কাছে প্রার্থনা এখন যে যুবক আগুনে জ্বলছে গুরুতর আহত হয়েছে তিনি সঠিকভাবে সুস্থ হয়ে ফিরে আসুন। পাশাপাশি তিনি এও জানান এলাকার মানুষের ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে।