বার্নপুরে চোরাই সোনার গয়না উদ্ধার, ধৃত এক
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ একটি চুরির ঘটনার তদন্ত নেমে সাফল্য পেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় একজনকে। উদ্ধার করা হয়েছে চোরাই সোনার গয়না। এই চুরির ঘটনায় লিখিত ভাবে অভিযোগ দায়ের হওয়ার পরে গত ২৫ এপ্রিল হিরাপুর থানায় একটি মামলা করা হয়েছিলো ( নং ১৩৩/২৫, বিএনএস ৩০৫ নং ধারা)। হিরাপুর থানার বার্নপুরের শান্তিনগরের নেতাজি রোডের বাসিন্দা ধৃত যুবকের নাম দীপক মিশ্র (২৭) ।




হিরাপুর থানার ওসি এসআই তন্ময় রায়ের নেতৃত্বে হওয়া এই চুরির ঘটনার কিনারা করার দলে ছিলেন এসআই অজিত কুন্ডু, এসআই অঞ্জন মণ্ডল, এসআই শুভাশীষ বন্দোপাধ্যায় , এএসআই মহঃ শামিম ও হিরাপুর থানার পিসি পার্টি। এই মামলার তদন্তকারী অফিসার বা আইও হিসেবে ছিলেন এসআই লিটন মন্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, বিধানপল্লীর বাড়ি থেকে চুরি হয়েছে জানিয়ে গত ২৫ এপ্রিল হিরাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো। তারপর মামলা করে হিরাপুর থানার ওসির নেতৃত্ব ও নির্দেশে এই চুরির ঘটনার তদন্তে নামে। কয়েক ঘন্টার মধ্যে পরের দিন ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বার্নপুরের শান্তিনগরের নেতাজি রোডের বাসিন্দা দীপক মিশ্রকে গ্রেফতার করে। পরে ধৃতকে আসানসোল আদালতে পেশ করে হিরাপুর থানার পুলিশ চারদিনের রিমান্ডে নেয়। দীপক মিশ্র পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় স্বীকারোক্তি দেয়। তার বক্তব্যের ভিত্তিতে চুরি হওয়া জিনিস, যা সোনার গয়না হিসাবে চিহ্নিত ছিলো, তা উদ্ধার করা হয়।
চারদিক রিমান্ড শেষে বুধবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে হিরাপুর থানার পুলিশ। জানা গেছে, সব চোরাই সামগ্রী উদ্ধার হওয়ার ধৃতকে নতুন করে রিমান্ডে নেওয়ার জন্য আর হিরাপুর থানার পুলিশের তরফে আদালতে আবেদন করা হয়নি।