আসানসোলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা , বাইকে আগুন, লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: এক তরুণীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়ালো আসানসোলের দক্ষিণ থানা এসবি গরাই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন এলাকায়। রাস্তা দিয়ে যাওয়া এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগ উঠে এলাকার বাসিন্দা কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই, এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। যে কারণে উভয় পক্ষের মধ্যে বিবাদ বেড়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন দুর্বৃত্তরা রাস্তার ধারে থাকা একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়।













ঘটনার খবর পাওয়া মাত্রই আসানসোল দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিচার্জের পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। এরপর আসানসোল দমকল বাহিনী খবর পেয়ে এলাকায় আসে। দমকল কর্মীরা মোটরবাইকের আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনা পরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বিপুল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনাটি যাতে অন্য রকম রূপ না নেয়, তারজন্য পুলিশ নজরদারি শুরু করেছে । এরজন্য এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।





